Saturday, January 14, 2012

একটি মহল ’৭১ নিয়ে সত্য প্রকাশে বাধা দিচ্ছে - The Book " Behind the Myth of Three Million" by Dr. M. Abdul Mu’min Chowdhury

Salam to Muslims and Namashkar to Hindus:
 
1. I really appreciate the availability of the list of the intellectuals (teachers and students) killed, in the Dhaka University campus, by the military at the time of their taking over the city in 1971. This is not acceptable. Similarly, the recent killing of 76 Bangladesh military officers at the BDR event needs to be also condemned. I know how competitive it is for becoming a military officer and how much resources the society sacrifice to commission a young cadet and to provide subsequent training at different ranks. Unfortunately, this event does not seem to be receiving as much awareness. Who are the beneficiaries of the BDR killings?
 
2. Dr. Sarmila Bose is not alone who presents the other side of the 1971 casualties. The book (Behind the Myth of Three Million by Dr. written by Dr. M. Abdul Mu'min Chowdhury (a Bangladeshi scholar)  published from London) that can be accessed at
http://www.storyofbangladesh.com/Articles/History/Behind%20the%20Myth%20of%203%20million.pdf  also presents a different side of the number of people killed and raped. The new generation needs to be exposed to both sides and they can make their own conclusion about the truth.  
 
3. In 1971 we primarily listended to outside radio broadcasts of Deb Dulal at Akash Bani of Calcutta, Babul Islam of Shadhin Bangla Betar Kendra, VOA (do not remember the news reader's name), and Sirajur Rahman of BBC Bengali Service. Mr. Rahman is still alive and his recent comments came on the Guardian newspaper that presented the number killed by both sides less than 10% that is widely believed. Of course, the numbers quoted by Radio Pakistan, Akash Bani, and Shadhin Bangla are not unbiased.
 
4. There are videos (NBC/CBS News) on Youtube posted from Vandervelt University that includes clips of how pro-Bangladesh armed people mercilessly killed anti-Bangladesh Bengalis and non-Bengalis even after the surrender of the military..
 
The bottom line is ordinary people were killed and majority of them were innocent. Last year, I went to South Africa and was amazed to see how President Nelson Mandella and his party ANC united Blacks and Whites who killed each other for so long. Can we have a Nelson Mandella in Bangladesh? May Paramatma help us in finding the truth and in moving forward!!!
 
Ausal
______________________________________________________________
 
Sent: Tuesday, January 10, 2012 10:53 AM
Subject: Fw: [KHABOR] একটি মহল '৭১ নিয়ে সত্য প্রকাশে বাধা দিচ্ছে : শর্মিলা বসু Watch:Jagannath Hall massacre

শর্মিলা বসু উদ্দেশ্যপ্রণোদিত হয়ে মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে
বিভ্রান্তি ছড়াচ্ছে ৷নেতাজি সুভাষ বসুর স্বপ্ন ছিল স্বাধীন বঙ্গভূমির ৷
কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর নিকট পরাজিত হয়ে তার সেই স্বপ্ন
অংকুরেই নষ্ট হয়ে যায় ৷বাঙালিদের জন্য স্বাধীন রাষ্ট্র উপহার দিতে নেতাজি
ব্যার্থ হলেও বঙ্গবন্ধু হয়েছিলেন সফল ৷সুভাষ বসু সফল হলে "হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি "
উপাধি হয়তো তিনি পেতেন , কিন্তু  ইতিহাসের পাতায় আজ বঙ্গবন্ধুই "সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি" ৷
তাই সুভাষ বসুর বংশধর শর্মিলা বসু আজ ঈর্ষাপরায়ণ হয়ে মহান মুক্তিযুদ্ধকে
হেয়প্রতিপন্ন করছেন ৷বঙ্গবন্ধুকে বাঙালি জাতির মুক্তি দাতা হিসাবে মেনে নিতে তাদের
কষ্ট হচ্ছে !
ডা : মানিক ৷

----- Forwarded Message -----
From: SyedAslam <Syed.Aslam3@gmail.com>
To: khabor@yahoogroups.com 
Sent: Tuesday, January 10, 2012 10:00 AM
Subject: [KHABOR] একটি মহল '৭১ নিয়ে সত্য প্রকাশে বাধা দিচ্ছে : শর্মিলা বসু Watch:Jagannath Hall massacre

Watch:
1971 Dhaka University massacre
Bangladesh Genocide, 1971 - Jagannath Hall, Dhaka University
 
List of students of Jagannath Hall killed by Pakistan army:
• Upendra Nath Ray: Final Year MS Physics (Village: Guliara, Dinajpur • Kartik Sheel: Final Year MA English (Kalakhali, Barisal) • Kishori Mohan Sarkar: First Part MA English (Paragram, Dhaka) • Keshab Chandra Haoladar: First Part MS Mathematics (Kachabalia, Barisal) • Gano Pati Haldar: First Second Third Year, Chemistry (Ghatichora, Barisal) • Ziban Krishna Sarkar: Final Part MS Chemistry (Kulpotak, Mymensingh) • Noni Gopal Bhaumik: Second Year Student (Shyam Gram, Comilla) • Nirmal Kumar Ray: First Part MCom Student • Niranjan Prosad Saha: First Part MS Physics • Niranjan Haldar: Final Part MS Physics (Shikarpur, Barisal) • Prodip Narayan Ray Chaudhury: First Part MA student • Barda Kanto Tarafdar: Second Year Student (Khepamol, Mymensingh) • Bidhan Chandra Ghose: Third Year, English (Kacharipara, Pabna) • Bimol Chandra Ray: Third Year Statistics (Balirtek, Manikganj) • Murari Mohan Biswas: M Ed (Ektarpur, Kustia) • Mrinal Kanti Bose: Final Part Economics (Muriagora, Faridpur) • Manoranjan Biswas: Second Year, Mathematics (Satpar, Faridpur) • Ronoda Prosad Ray: Second Year, Mathematics (Kosba, Faridpur) • Ramoni Mohan Bhattacharya: First Part MA, Philosophy (Asta gram, Mymnsingh) • Rakhal Ray: Third Year Mathematics (Chandidwar, Comilla) • Shib Kumar Das: Second Year, Soil Science (Patuary, Faridpur) • Rupendra Nath Sen: Second Year, Chemistry (Bhanga, Faridpur) • Santos Chandra Ray: Final Part MS, Botany (Boribari, Dhaka) • Shishutosh Datta Chaudhury: Second Year, English (Ambor, Sylhet) • Satya Ranjan Das: Third Year, Chemistry (Bajonba, Dhaka) • Sujit Datta: Third Year Student (Palash, Dhaka) • Subhash Chandra Chakrobarty: Second Year, Statistics (Mymensingh) • Susil Chandra Das: Third Year, Soil Science (Barail, Comilla) • Swapan Chaudhury: Third Year, Statistics (Dhemla, Chittagong) • Hari Narayan Das: Third Year, Sociology (Narsingdi, Dhaka) • Ajit Ray Chaudhury: No information • Niranjan Chanda: No info • Prabir Pal: First Part, MS (Amlapara, Mymensingh) • Bhabotosh Bhaumik • Satya Ranjan Nag: • Subrata Saha:

List of staff and guests of Jagannath Hall killed by Pakistan army

• Madhu Sudan Dey (Madhu Da) • Khagendra Chandra Dey: staff philosophy dept • Sushil Chandra Dey: Pump workman, Engineering dept Dhaka University • Moti Lal Dey: • Dasu Ram: Gardener, VC Resident • Man Bharan Ray: Staff NIPA • Raj Bhar: Electrician, Engineering Dept, DU • Priyo Nath Ray: Gatekeeper • Sunil Chandra Das (Janitor) • Dukhi Ram Mandal: (Janitor) • Shib Pada Kuri (janitor) • Rajen Brahmachari: The spiritual guru of Shib bari • Zahar Lal Rajbhar: Gardener, Botany dept • Saroja Brahmachari: Spiritual guru of Shib bari • Madhab Chandra Das Brahmachari: Spiritual guru of Shib bari • Ram Dhoni Brahmachari: Spiritual guru of Shib bari • Shankar Kuri: Brother of Shibpada Kuri • Swami Mukundo Nando Saraswati: Spiritual guru of Shib bari • Bheer Ray • Bodhi Ram • Mani Ram
Killing of staff
The convoy that attacked Jahurul Huq hall initially killed EPR guards guarding British Council building. They killed hall staff: Shirajul Huq, Ali Hossain, Shohorab Ali Gaji and Abdul Majid at University teachers lounge. At Rokeya Hall, Chottor Ahmed Ali, Abdul Khalec, Nomi, Md. Solaiman Khan, Md. Nurul Islam, Md Hafizuddin, Md. Chunnu Miya were killed with their family.
The convoy that attacked Shahid Minar and Bangla Academy also attacked Shahidullah hall associated teacher's houses and home of Madhushudhan De. At building 11, Md. Sadeq, a teacher of University Laboratory School, was killed. The army left around 50 dead bodies, including some police officers (escaped from Rajarbag Police line), Bengali EPR members guarding President House and general people from Nilkhet Basti in the roof of university residential building-23.
Between 25 and 27 March the Pakistan Army destroyed three temples. Those were Arts building associated Guruduwara (Sikh), Ramna Kali Temple and Ramna Shiva Temple (Hindu) opposite Shahid Minar. At that night, staff of Philosophy department Khagen De, his son Motilal de, University staff Shushil Chandra De, Bodhiram, Dakkhuram, Vimroy, Moniram, Jaharlala Rajvar, Monvaran Roy, Plumber Rajvar and Shankar Kuri were killed.
 
These are just a drops in the ocean of mass-killing
by the occupation regime in 1971.
 
The Genocide and Mass-rape in occupied Bangladesh was the official policy of Pak Army in 1971 !
 
Jamaate Islami with it's killer gestapo wing armed Al-bodor bahini was an accessorywas a part of the attrocities. At the verge of the December war Al-Badar members came out and selectively killed Bengali Professors, Doctors, Engineers and many other intellectuals.
 
  
2012/1/9 a ausal <ausal07@gmail.com> 
Salam:

I am an academic in the U.S. where I moved in 1980. After completion of my Hons. & M.Sc degrees at Dacca University and two years officers' training in West Pakistan, I was posted in Chittagong where I lived in Panchlaish with my newly married (in late 1970) wife from Dhaka. My official duty required me to travel at least 2-3 weeks per month by road to Cox's Bazar, Sylhet, Ramgarh, Rangamati, and Dhaka. Before the military took over Chittagong, I saw many nice pro-Pakistani homes were burning and the owners were evicted, my neighbors saw how anti-Pakistani Bengalis mercilessly killed innocent pro-Pakistani Bengalis and non-Bengalis. Before the military taking over, there was no law and order situation in the city. Probably this was the case throughout the province. 

Just before the military's take over the city, like most people, we went to one of our officer's posting place where we received good care as one of my brother-in-laws (a minister of Sheikh Mujib's cabinet) was friend and colleague of another minister from  Chittagong. During the nine month period, every month I was on tour with my wife and the driver. Although sometimes the military checked our car we were never mistreated. Neither me nor my wife had to get out of the car. 

My home village (with >80% Hindus) is less than 20 miles south of Dhaka and a mile from the then sub-division town. There was no killing of any one in our area, within nearby 5-6 villages. No one from my family and neighbors got killed. After independence, the Hindus of my village were forced to leave first by so-called Awami League and later by BNP followers. Typically they were great goondas of the area. This is not to deny that people were killed by the military and their supporters. This is also not to deny that pro-Pakistani Bengalis and non-Bengalis were killed. The mass graves later on found could be done by both pro and anti Pakistani elements who participated in killing, raping and looting. The bottom line is ordinary people got killed by both sides. May be one side killed more than the other side.

An elderly Indian military general recently wrote about how they were successful in spreading the propaganda to poison the minds of the Bengalis against West Pakistanis in general and the military in particular. Bengalis believe 93,000 POWs were all Pakistani military. According to General Manikshaw (check Youtube), this number included the family members and other non-Bengali civilians also. At the time when I was in the Dhaka Secretariat and heard the 3 million number, most of the officers  were surprised and thought about mis-translation of lakh, as million was not commonly used in the Sub-continent.

It is not impossible to conduct a statistically sound survey of the number of people killed and raped in every union or thana as there are still 1971 adult Bengalis alive. Why it was not done in the last 40 years? A scholar like Ms. Sarmila Bose (Ph.D. of Harvard and Researcher at Oxford) being a Hindu of India and niece of Netajee Subash Bose has no reason to be biased in favor of Muslim Pakistanis. The new generation needs to know the truth and not to be brain-washed by the propaganda.

Ausal
___________________________________

2011/12/26 Desh Bondhu <desh_bondhu@ymail.com>

একটি মহল '৭১ নিয়ে সত্য প্রকাশে বাধা দিচ্ছে : শর্মিলা বসু


ভারতীয় সাংবাদিক ও বুদ্ধিজীবী শর্মিলা বসু বলেছেন, একটি মহল ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধসম্পর্কিত যথাযথ তথ্য প্রকাশে বাধা দিচ্ছে।তারা অতিরঞ্জিত, বানোয়াট, বিকৃত তথ্য প্রকাশ করে লোকজনকে বিভ্রান্ত করছে। এমনকি ১৯৭১ সালের যুদ্ধ নিয়ে আরো কিছু তথ্য থাকতে পারে, সেটাও তারা জানতে দিচ্ছে না। তিনি জানান, ১৯৭১ সালের যুদ্ধটা বিরাট ঘটনা হলেও এ নিয়ে বস'নিষ্ঠ কাজ হয়েছে খুবই কম। তিনি তার গ্রন' ডেড রেকনিং : মেমরিজ অব দ্য ১৯৭১ বাংলাদেশ ওয়ার-এর সমালোচনার জবাবে এ কথা বলেন।
কলকাতার বিখ্যাত সুভাষ বসু পরিবারের মেয়ে শর্মিলা বিশ্বাস বলেন, ১৯৭১ নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও ওই ধারণাই ব্যাপকভাবে ছড়ানো হচ্ছে।
তিনি তার বইটি রচনা প্রসঙ্গে বলেন, সত্য উদঘাটনের জন্যই তিনি উদ্যোগটি গ্রহণ করেছিলেন। আর সেটা করতে গিয়ে তিনি স্মৃতিচারণকেই প্রধান মাধ্যম হিসেবে গ্রহণ করেছেন। তিনি বলেন, তিনিও প্রচলিত ধারণায় বিশ্বাস করতেন। সে সম্পর্কে আরো কিছু জানতে আগ্রহী হয়েই তিনি এ পথে আসেন। 
তিনি জানান, তিনি বাংলা ও ইংরেজিতে প্রকাশিত সব স্মৃতিকথা ও স্মৃতিচারণ পড়েছেন। সেই সাথে তিনি ওই যুদ্ধে অংশগ্রহণকারী, ক্ষতিগ্রস্তদেরও সাক্ষাৎকার নিয়েছেন। আর তিনি যুদ্ধের উভয় পক্ষের লোকদের কাছেই গিয়েছিলেন। ফলে তিনি পূর্ণাঙ্গ কাহিনী লিপিবদ্ধ করেছেন, একতরফা ভাষ্য তিনি গ্রহণ করেননি, সংশ্লিষ্ট সবার কাছে গেছেন। 
তিনি জানান, তৃণমূল পর্যায়ে গবেষণা করতে গিয়ে তিনি দেখতে পান, প্রচলিত ধারণার বেশির ভাগই অসত্য। তিনি তৃণমূল পর্যায়ে কাজ করতে গিয়ে দেখতে পান যে ওই যুদ্ধের অনেক তথ্যই অতিরঞ্জিত, বানোয়াট। অনেক তথ্যই বিকৃতভাবে পরিবেশন করা হচ্ছে। আবার অনেক তথ্য পরিকল্পিতভাবে চেপে যাওয়া হচ্ছে। তিনি বলেন, কাজ করতে গিয়ে তিনি দেখেছেন, সত্যি ঘটনা সম্পূর্ণ ভিন্ন।
তিনি বলেন, পাকিস্তানি সামরিক বাহিনী মানেই 'বদমায়েশ'- এমন একটি ধারণা ছড়ানো হয়েছে। বিজয়ী জাতীয়তাবাদীরা বাঙালিমাত্রই নির্যাতনের শিকার এবং পাকিস্তানি মাত্রই দুর্বৃত্ত- এত সাদামাটাভাবে একাত্তরের ঘটনা বিশ্লেষণ করা যায় না। হিসাবটা এত সহজ নয়।
এক পক্ষ দেবতুল্য আর অপর পক্ষ শয়তান- এই ধারণা নাকচ করে শর্মিলা বসু যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিবিএস-এর সাংবাদিক লারা লগানের কাহিনীও তুলে ধরেন। তিনি বলেন, মিসরের 'তাহরির স্কোয়ারের' আন্দোলনকারীরা বিশ্বজুড়ে গণতন্ত্র ও স্বাধীনতার পতাকাবাহী হিসেবে স্বীকৃত। কিন' তাদেরই একটি অংশ ওই নারী সাংবাদিকের ওপর ভয়াবহ নির্যাতন চালিয়েছিল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ওই ঘটনাটি চেপে গিয়েছিল। কিন' লারা সাহসী পদক্ষেপ গ্রহণ করেন, ফলে তার কাহিনী প্রচারিত হয়। লারা জানান, হোসনি মোবারকের পতনের পর তাহরির স্কোয়ারে আন্দোলনকারীরা যখন উল্লাস করছিল, তখন একদল (বিক্ষোভকারীদেরই একটি অংশ) লোক তাকে ধর্ষণ করে। তারা এখানেই ক্ষান্ত হয়নি। তারা ওই সময়ের বিকৃত ছবিও মোবাইল ফোনে ধারণ করে। পরিসি'তি আরো ভয়াবহ দিকে যেতে পারত। তবে বোরকা পরিহিতা একদল নারী তাকে উদ্ধার করলে তিনি রক্ষা পান। পরে সৈন্যরা তার নিরাপত্তা নিশ্চিত করে। অর্থাৎ যারা স্বৈরশাসকের বিরোধিতাকারী মাত্রই যে তারা সবাই অহিংস, গণতন্ত্র বা মানবাধিকারের প্রবক্তা নয়, ব্যাপারটা তা নয়। ওই ঘটনা আমাদের এই ধারণা দেয় যে, রাজনৈতিক সংগ্রাম ও গৃহযুদ্ধ জটিল ব্যাপার এবং ওই ঘটনাগুলো কেমন হওয়া উচিত তা কল্পনা অনুযায়ী বর্ণনা না করে বরং প্রমাণের দিকে নজর দেয়া উচিত। ১৯৭১ সালের ঘটনার ক্ষেত্রেও এ কথা প্রযোজ্য।
শর্মিলা বসু বলেন, ১৯৭১ সালের যুদ্ধেরও এ ধরনের ভিন্ন মাত্রা রয়েছে।
শর্মিলা বসু বলেন, বইটি প্রকাশের আগে যেসব বিশেষজ্ঞ ও সাংবাদিক এটি পড়েছেন, তারা সবাই এর অকুণ্ঠ প্রশংসা করেছিলেন। অনেকেই এটাকে 'সাহসী' উদ্যোগ হিসেবে অভিনন্দিত করেছেন।
তিনি বলেন, ১৯৭১ সাল নিয়ে সব পক্ষই নিজ নিজ অবস'ান থেকে নিজেদের বক্তব্য বলে যাচ্ছে। তবে বিশ্বব্যাপী বিজয়ী বাংলাদেশী জাতীয়তাবাদী ও তাদের ভারতীয় মিত্রদের বক্তব্যই ব্যাপকভাবে প্রাধান্য পাচ্ছে। তাদের প্রচারের ডামাডোলে অন্য সব বক্তব্য পুরোপুরি ঢেকে রয়েছে। এই গ্রুপটাই ১৯৭১ সাল নিয়ে অন্য বক্তব্যগুলোকে প্রকাশ হতে দিচ্ছে না। এ কারণেই ডেড রেকনিং - এর প্রকাশ ও প্রচারের বিরোধিতা করছে। তারা মনে করছে, বইটি ব্যাপকভাবে প্রচারিত হলে গোমর ফাঁস হয়ে যাবে। এ কারণেই তারা এমনকি প্রকাশের আগে থেকেই বইটির তীব্র বিরোধিতা করছে। তারা সম্ভব সব উপায়ে বইটির প্রচার বন্ধ করার চেষ্টা করছে। এমনও দেখা গেছে, যারা বইটি পড়েনি, তারাও এর বিরুদ্ধে কলম ধরেছে। 'জ্ঞানই শক্তি'- কথাটি যে কত সত্য তারা তা বোঝে। তারা মনে করে, বইটি যারা পড়বে, তারা ১৯৭১ সালের ঘটনা সম্পর্কে যথাযথ জ্ঞান লাভ করবে। এতে করে যারা এখন মিথ্যার বেসাতি করছে, তারা নানা প্রশ্নের মুখে পড়বে। তিনি বলেন, তারা মনে করছে, যত কম লোক বইটি পড়বে, তাতে তাদের সুবিধা বেশি হবে। কারণ সত্য প্রকাশিত হলে একচ্ছত্র আধিপত্য নস্যাৎ হয়ে যাবে।
তিনি বলেন, বাঙালি জাতীয়তাবাদীরা তাদের পক্ষের নৃশংস ঘটনাগুলো উল্লেখ করে আছে। অথচ তারা যেসব নৃশংসতা চালিয়েছিল, তা তারা পুরোপুরি চেপে যাচ্ছিল। এই বইতে সেসব ঘটনাও তুলে ধরা হয়েছে। এ কারণেও তারা বইটি প্রচারের তীব্র বিরোধিতা করছে।
শর্মিলা বসু বলেন, কেউ কেউ এটাকে পাকিস্তানি সামরিক বাহিনীর সাফাই হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বইটিতে কয়েকটি অধ্যয়ে পাকিস্তানি বাহিনীর বর্বরতার বিস্তারিত বর্ণনা দেয়া হয়েছে।

শর্মিলা বসু বলেন, যুদ্ধের সব পক্ষের ভাষ্য নিয়ে তৃণমূল পর্যায় থেকে তথ্য সংগ্রহ করে ইতিহাস পুনর্নিমাণের এটাই প্রথম প্রয়াস। তিনি জানান,দুই মার্কিন ইতিহাসবিদ রিচার্ড সিশন ও লিও রোজ ২০ বছর আগে কূটনৈতিক ও নীতিনির্ধারণী পর্যায়ে গবেষণাধর্মী একটি বই লিখেছিলেন।। ওয়ার অ্যান্ড সিসেশন : পাকিস্তান, ইন্ডিয়া অ্যান্ড দ্য ক্রিয়েশন অব বাংলাদেশ নামে তাদের বইটি প্রচলিত অনেক ধারণার অপনোদন করেছিল। কিন' তাদের রচনা সাধারণ মানুষের কাছে সহজলভ্য নয়, বিশেষজ্ঞ পর্যায়েই তা সীমিত হয়ে আছে।
তিনি বলেন, এ নিয়ে ব্যাপক আলোচনা হওয়া উচিত। কী কারণে পাকিস্তান ভেঙে বাংলাদেশের সৃষ্টি হলো, কোন পক্ষের কোন ভূমিকা ছিল, কেন তারা ওই ভূমিকা গ্রহণ করেছিল তা নিয়ে খোলামেলা আলোচনা হওয়া উচিত। আর তার মাধ্যমেই সত্য বের হয়ে আসবে। একতরফা ইতিহাস নয়, সত্য জানাই সবচেয়ে বেশি প্রয়োজন।

No comments: