Wednesday, May 18, 2011

Fwd: [Ekdin] জলাভূমির জন্য শহীদ তপন দত্ত - শশাঙ্ক দেব রাজ্যের...



---------- Forwarded message ----------
From: Guruchandali Kolikaal <notification+kr4marbae4mn@facebookmail.com>
Date: 2011/5/17
Subject: [Ekdin] জলাভূমির জন্য শহীদ তপন দত্ত - শশাঙ্ক দেব রাজ্যের...
To: Palash Biswas <palashbiswaskl@gmail.com>


Guruchandali Kolikaal posted in Ekdin.
জলাভূমির জন্য শহীদ তপন দত্ত - শশাঙ্ক দেব রাজ্যের রাজনৈতিক ক্ষমতায় পরিবর্তন না প্রত্যাবর্তন ঘটতে চলেছে - তা নিয়ে পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ যখন অধীর আগ্রহে অপেক্ষা করছে, বিধানসভার নির্বাচনের পর্ব চলছে, এমন সময় হাওড়ার বালি জগাছা এলাকার হাওড়ার প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি তপন দত্ত গত ৬ মে রাত্রি ৯-৪০-এ বালি ষ্টেশনের কাছে ঘোষ পাড়া রেল গেটে প্রকাশ্যে খুন হলেন। কয়েকজন আততায়ী পয়েন্ট ব্ল্যাঙ্ক দূরত্বে বুকে, হাতে, পায়ে তাঁকে গুলি করে বিনা বাধায় চলে গেল। সাধারণতঃ এই স্তরের কোনো রাজনৈতিক কর্মী খুন হলে বেশ আলোড়ন ওঠে। দলীয় নেতা নেত্রীরা এলাকায় হাজির হন। পরিবারের প্রতি সমবেদনা, নানা প্রতিশ্র¦তি, কখনো সি আই ডি কখনো সি বি আই কখনো বিচার বিভাগীয় তদন্তের দাবি, আস্ফালন, শপথ ইত্যাদি চলতে থাকে। আজকাল প্রত্যন্ত গ্রামাঞ্চলেও রাজনৈতিক কোনো কর্মী হত্যা হলে নেতা নেত্রীরা ছুটে যান কেননা ইলেকট্রনিক মিডিয়া তা সম্প্রচার করে। এমনকি অরাজনৈতিক কোনো সাধারণ মানুষ নিহত হলেও রাজনৈতিক দলগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলে তাঁকে নিজেদের প্রমাণিত করার। এক্ষেত্রে তেমন কিছুই হল না। শুধুমাত্র দলের স্থানীয় নেতৃত্ব বিবৃতি দিয়ে দায় সারলেন - নির্বাচনে কারচুপিতে বাধা দেওয়ায় সি পি এম এই খুন করেছে। অবশ্য এরকম অভিযোগ নিয়েও প্রতিকার চাওয়ায় কোথাও কোনো সক্রিয় উদ্যোগ নিতে তাঁদের দেখা গেল না। পরিবর্তনের উৎসব চলাকালীন তপন দত্ত হয়ত দ্র¦ত বিস্মৃত হবেন।  বাকিটা ঃ http://www.facebook.com/l/cdaf16kczbsBo3-SIA6_I9y1QyQ/www.guruchandali.com/guruchandali.Controller?font=unicode&portletId=20&porletPage=1&pid=wpgc:///2011/05/17/1305645480000.html
Guruchandali Kolikaal 9:37pm May 17
জলাভূমির জন্য শহীদ তপন দত্ত - শশাঙ্ক দেব
রাজ্যের রাজনৈতিক ক্ষমতায় পরিবর্তন না প্রত্যাবর্তন ঘটতে চলেছে - তা নিয়ে পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ যখন অধীর আগ্রহে অপেক্ষা করছে, বিধানসভার নির্বাচনের পর্ব চলছে, এমন সময় হাওড়ার বালি জগাছা এলাকার হাওড়ার প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি তপন দত্ত গত ৬ মে রাত্রি ৯-৪০-এ বালি ষ্টেশনের কাছে ঘোষ পাড়া রেল গেটে প্রকাশ্যে খুন হলেন। কয়েকজন আততায়ী পয়েন্ট ব্ল্যাঙ্ক দূরত্বে বুকে, হাতে, পায়ে তাঁকে গুলি করে বিনা বাধায় চলে গেল। সাধারণতঃ এই স্তরের কোনো রাজনৈতিক কর্মী খুন হলে বেশ আলোড়ন ওঠে। দলীয় নেতা নেত্রীরা এলাকায় হাজির হন। পরিবারের প্রতি সমবেদনা, নানা প্রতিশ্র¦তি, কখনো সি আই ডি কখনো সি বি আই কখনো বিচার বিভাগীয় তদন্তের দাবি, আস্ফালন, শপথ ইত্যাদি চলতে থাকে। আজকাল প্রত্যন্ত গ্রামাঞ্চলেও রাজনৈতিক কোনো কর্মী হত্যা হলে নেতা নেত্রীরা ছুটে যান কেননা ইলেকট্রনিক মিডিয়া তা সম্প্রচার করে। এমনকি অরাজনৈতিক কোনো সাধারণ মানুষ নিহত হলেও রাজনৈতিক দলগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলে তাঁকে নিজেদের প্রমাণিত করার। এক্ষেত্রে তেমন কিছুই হল না। শুধুমাত্র দলের স্থানীয় নেতৃত্ব বিবৃতি দিয়ে দায় সারলেন - নির্বাচনে কারচুপিতে বাধা দেওয়ায় সি পি এম এই খুন করেছে। অবশ্য এরকম অভিযোগ নিয়েও প্রতিকার চাওয়ায় কোথাও কোনো সক্রিয় উদ্যোগ নিতে তাঁদের দেখা গেল না। পরিবর্তনের উৎসব চলাকালীন তপন দত্ত হয়ত দ্র¦ত বিস্মৃত হবেন।

বাকিটা ঃ http://www.facebook.com/l/cdaf16kczbsBo3-SIA6_I9y1QyQ/www.guruchandali.com/guruchandali.Controller?font=unicode&portletId=20&porletPage=1&pid=wpgc%3A%2F%2F%2F2011%2F05%2F17%2F1305645480000.html
Guruchandali -- Bangla eZine Magazine WebZine and something else...
www.guruchandali.com
bengali bangla magazine -covering books & culture, film, painting, entertainment, books, culture of calcutta and america

View Post on Facebook · Edit Email Settings · Reply to this email to add a comment.



--
Palash Biswas
Pl Read:
http://nandigramunited-banga.blogspot.com/

No comments: